E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামের ইফেক্ট বিল্ডার্স এর এমডি গ্রেপ্তার, ভাই পলাতক

২০২৩ মে ২৬ ১৫:১৪:১৩
চট্টগ্রামের ইফেক্ট বিল্ডার্স এর এমডি গ্রেপ্তার, ভাই পলাতক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চেক প্রতারণা মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে খুলশী থানার পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবা তাঁকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন মোমেনবাগ চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নিজামুল হক কিরণ (৪২) ফেনীর দক্ষিণ ছনুয়া এলাকার বশির আহাম্মদের ছেলে। কিরণ চট্টগ্রামের খুলশী জাকির হোসেন রোড় এলাকায় ইফেক্ট বিল্ডার্স এন্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিভিন্ন জনের জমি নিয়ে ইফেক্ট বিল্ডার্স এন্ড হাউজিং লিমিটেড এর সাইনবোর্ড টাঙিয়ে ফ্ল্যাট তৈরি করে বুঝিয়ে দেবেন বলে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছেন। তার সঙ্গে ছিলেন ভাই মো. এনামুল হক সবুজ। তিনিও বিভিন্ন মামলায় ১২ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, খুলশী থানার এসআই মো. রুবেল শেখ, মো. শাহেদ খান এবং এএসআই সোহেল আহমেদ ও রাজীব দের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামি কিরণকে গ্রেপ্তার করা হয়। কিরণ ও তার সহযোগীরা মিলে দুটি প্রতিষ্ঠানের নামে কিছু মানুষ ও ব্যাংকের কাছ থেকে চেকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে পাওনাদাররা তার বিরুদ্ধে মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুলশী থানায় দুটি, কোতোয়ালী থানায় দুটি ও ডবলমুরিং থানায় একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্র জানায়, তার বিরুদ্ধে যুগ্ম মহানগর দায়রা জাজ ৩য় আদালত চট্টগ্রামের দায়ের করা মামলা নং-২২৫০/২১। যা সি.আর ২২৯১/১৯ কোতোয়ালি থানাধীন মামলার বাদি মো. শামছুল আরেফিন চৌধুরী। একই আদালতে অপর মামলা নং-২২৪৯/২১। যার সি.আর ২৮৩৬/১৯। আসামিদের বিরুদ্ধে দুই মামলায় ১২ মাসের সাজা হয়। সম্প্রতি নিজামুল হক কিরণ (৪২) গ্রেপ্তার হলেও পলাতক রয়েছেন তার আপন ভাই এনামুল হক সবুজ (৪০)।

নগরীর কোতোয়ালী থানায় ওসি জাহেদুল কবির জানান, ‘পলাতক থাকা এনামুল হক সবুজ (৪০) কে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব শিগগরই তাকেও আইনের আওতায় আনা হবে।’

(জেজে/এএস/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test