E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রয়াস ফরিদপুরের দ্বিবার্ষিক নির্বাচন ২ জুন

২০২৩ মে ২৬ ১৭:০৫:৫৬
প্রয়াস ফরিদপুরের দ্বিবার্ষিক নির্বাচন ২ জুন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের প্রাতঃ ভ্রমন সংগঠন প্রয়াস এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২৫  আগামী আগামী ২ জুন প্রয়াস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে মোট ১৩ টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনী বিজয়ী ১৩ জন প্রার্থীর মধ্য থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রয়াস ফরিদপুরের কার্যালয়ে চলছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে মোট ১৮৩ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন লস্কর সাইদুর রহমান, ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, মোহাম্মদ হান্নান মিয়া, দিল মোহাম্মদ দীনু, মিন্টু কুমার সাহা, ফরহাদ প্রামানিক, এস এম রফিকুল হাসান শামীম,আকবর হোসেন, আব্দুর রশিদ, বেলায়েত হোসেন, শহিদুল ইসলাম খান, গোলাম আযম, মোহিত কুমার সাহা, বজলুর রশিদ খান, বিশ্বজিৎ কুমার দাস, এইচএম ইব্রাহিম আব্দুর রাজ্জাক।

অন্যদিকে নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার আলমগীর ফকির, মোহাম্মদ মুঈদ শেখ, বিনয় কুমার ব্যানার্জি, আক্তার হোসেন কামাল, মোস্তফা আহমেদ কামাল মতিয়ার রহমান নির্বাচন আগামী ২ জুন সকাল ৭ টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপরে ফলাফল ঘোষণা করা হবে।

(ডিসি/এসপি/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ মে ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test