E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ 

২০২৩ মে ২৬ ১৭:২৭:৫৮
জামালপুরে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ 

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ নেতৃবৃন্দের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ২৩ মে দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

শুক্রবার (২৬ মে) বাদ জুম্মা শহরের মুন্সিপাড়া এলাকায় জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। জামালপুর শহর বিএনপির অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ড বিএনপি এ লিফলেট বিতরণের আয়োজন করে।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে জামালপুর শহর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মমিনুর রহমান মমিন, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মোশাররফ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক সবুজ আকন্দ, আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রদলনেতা সাজ্জাদ হোসেন বাবু, মিথুন খান, গোলাম সরোয়ার প্রিন্স, মিলন শেখ, মঞ্জু মিয়া, সোহেল রানা, ফাহিম হোসেন পান্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, শ্রমিকদল নেতা মোসাব্বির আহমেদ জুয়েল, সুজন শেখ, আনোয়ার হোসেন সবুজ, বাবুল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। রাজশাহী জনসভার বক্তব্যকে কেন্দ্র করে জামালপুর জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি জামায়াতের সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে জামালপুর দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে।

(ওএস/এসপি/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test