E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সংগ্রাম পাবনা চ্যাম্পিয়ন

২০২৩ মে ২৬ ১৯:৩৭:৩২
ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সংগ্রাম পাবনা চ্যাম্পিয়ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অনুষ্ঠিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ৬ উইকেটে ক্লেমন ক্রিকেট একাডেমি রাজশাহীকে পরাজিত করে ‘সংগ্রাম পাবনা’ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (২৬ মে) চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহরের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

সকালে টসে জিতে ক্লেমন রাজশাহী প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে ১৫.২ ওভারে ৪ উইকেটে সংগ্রাম পাবনা ৯৭ রান করে।

খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ওবাইদা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.আশরাফুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন।

এ সময় মিশুক ত্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কাজল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, ক্রিকেট টুর্ণামেন্টের আহবায়ক সৌমিত্র কর্মকার সিল্টু ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ মে সকালে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এদিন সকাল সাড়ে ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মিশুক ক্রীড়া চক্র আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।

(এসএইচএম/এএস/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test