E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে অনন্য’

২০২৩ মে ২৬ ২৩:৪৭:১১
‘জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে অনন্য’

জে.জাহেদ, চট্টগ্রাম : ‘বাসগৃহ নির্মাণ করে দেওয়া আওয়ামী লীগ সরকারের একটি চমৎকার হৃদয়স্পর্শী উপহার। নতুন ঘর পেয়ে সবার আনন্দ আমাকেও উদ্বেলিত করে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সেবামূলক দিকনির্দেশনা সঠিকভাবে পালন করার সুযোগ আমার জন্য পরম সৌভাগ্যের ও গর্বের। জননেত্রী শেখ হাসিনার সরকার এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে মনোযোগী। অন্য অনেক উন্নয়নের পাশাপাশি এ দেশে গৃহহীন ও ভূমিহীন অসহায় মানুষদের ভূমি ও গৃহদানের বিষয়টিতে ভূমিকা রাখায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বের  ইতিহাসে অনন্য হয়ে থাকবেন।’

শুক্রবার (২৬ মে) আনোয়ারায় ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মতবিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি এসব কথা বলেন।

জানা যায়, মুজিববর্ষে দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষকে গৃহায়ণের আওতায় নিয়ে আসার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় তিন অর্থবছরে প্রায় ৫০টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক মেম্বার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দু রহিম, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা ওহিদ, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের সদস্যসচিব আবু তৈয়ব রাসেল, এম নাজিম উদ্দীন ছোটন, আরিফুল ইসলাম, আজম খান, মো. হারুন, শহিদুল ইসলাম প্রমুখ।

(জেজে/এসপি/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test