E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আ.লীগ নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনও পদ্ধতিতে ক্ষমতায় যায়নি’

২০২৩ মে ২৭ ১৮:৩৭:৩৮
‘আ.লীগ নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনও পদ্ধতিতে ক্ষমতায় যায়নি’

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ‘আওয়ামী লীগ কখনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনও পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।’

শনিবার (২৭ মে) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। কৃষি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সব ক্ষেত্রে বাংলাদেশ আজকে বিশ্বকে পথ দেখাচ্ছে। সেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘তরুণরাই বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ। তাদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকাকে বিজয় হিসেবে নিশ্চিত করা। এ জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর ঐক্য। প্রতিটি এলাকায় যেন গণমানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথা, উন্নয়ন ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারি।’

আওয়ামী লীগের যুগ্ম এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জানে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়নি। সবসময়ই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে তারা।’

জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।

(এসএম/এসপি/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test