E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিসিসি নির্বাচন

সুষ্ঠু ভোটের বার্তা দিতে রবিবার বরিশালে আসছেন সিইসি

২০২৩ মে ২৭ ১৮:৪৩:১৮
সুষ্ঠু ভোটের বার্তা দিতে রবিবার বরিশালে আসছেন সিইসি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রবিবার সকাল ১০টায় মতবিনিময় সভা করবেন। একইদিন বিকেল আড়াইটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সিইসি বৈঠক করে সুষ্ঠু ভোটের বার্তা দেবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সিইসি ঢাকায় ফিরবেন। বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

সূত্রমতে, আগামী ১২ জুন বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬ টি ভোট কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটারের নগরীতে এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

অতীতে জনগণের প্রতি অতিরিক্ত জুলুম করা হয়েছে

গত ১০ বছরে নগরীকে অনেক পিছিয়ে নেওয়া হয়েছে। একটু বৃষ্টি হলে কোথাও কোথাও বুক সমান পানি জমে যায়। এখনও অনেকস্থানে সরকারী ব্যবস্থাপনায় বিদ্যুৎ পৌঁছেনি। বরিশালবাসীকে যে অবহেলা করা হয়েছে তা দুঃখজনক। সবচেয়ে জনগণের প্রতি বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে। আমাকে মেয়র নির্বাচিত করা হলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নৌকা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম, সাবেক সাংসদ জেবুন্নেসা আফরোজ হিরনসহ অনান্যরা।

সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হবো

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গণসংযোগের সময় মানুষ যেভাবে আমাকে আশ্বস্থ করছে, তাতে আমার মনে হচ্ছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে সর্বোচ্চ ভোট পেয়ে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে আমরা ফলাফল হাতে পাবার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। শনিবার দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। বিকেলে হাতপাখার প্রার্থী নগরীর ৯ নম্বর ওয়ার্ডের নগর ভবন এলাকা, রসুলপুর কেন্দ্রীয় মসজিদ, ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি, শিল্পকলা একাডেমী এবং ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পোল এলাকায় গণসংযোগ করেছেন।

(টিবি/এসপি/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test