E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অনেক দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

২০২৩ মে ২৯ ১৭:১৯:০২
‘অনেক দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

জে.জাহেদ, চট্টগ্রাম : ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক লালদিঘী ময়দানে প্রথম প্রকাশ্যে জনসভায় বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। যারা স্বাধীনতা চায়নি এবং এখনও পাকিস্তানের স্বপ্ন দেখছে, এই মাটি থেকেই তাদের মরণযাত্রা শুরু হবে।

রবিবার (২৮ মে) বিকালে বিএনপি-জামায়াতের অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদে লালদিঘী মাঠে জনসভায় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠান হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ১৪ বছর ধারাবাহিক ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে জায়গায় উত্তীর্ণ করেছেন, এতে বিশ্ববাসীর প্রশংসার বন্যায় আমাদের ভাসিয়েছেন তিনি। একটি অনুন্নত ও গরিব দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অনেক দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। এটা হয়তো বা কোনো কোনো মহলের সহ্য হচ্ছে না। তাই তারা বিগত দিনে কম করে ২১ বার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে আর কেউ অপরিহার্য নয়। তিনিই একমাত্র নেত্রী এবং আমরা সবাই তার বিশ্বস্ত কর্মী। এটাই আমাদের অহংকার ও গর্ব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্র হবেই; তবে কোনও ষড়যন্ত্র আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি, বরং যারা আওয়ামী লীগকে ধাক্কা দিতে চেয়েছে, তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগ সব সময় অপ্রতিন্দ্বদ্বী এবং সব ধরনের প্রতিকূলতা ডিঙিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সত্য সুন্দর, কল্যাণ ও প্রগতিকে প্রতিষ্ঠিত করেছে। আজকের এই জনসভায় সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের উপস্থিতির মাধ্যমে জানান দিতে চাই কোন শক্তি আওয়ামী লীগকে রুখতে পারবে না। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছে, তাদেরই কবরে যেতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও শফিকুল ইসলাম ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আররও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা সফর আলী, এম এ লতিফ এমপি, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

(জেজে/এসপি/মে ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test