E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু 

২০২৩ মে ৩১ ১৬:৪০:৩০
গোপালগঞ্জে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ক্রিকেট খেলা চলাকালে বজ্রপাতে‌ তামজিদ আহমেদ (১৯) নামের এক তরুণ ক্রিকেটারের অকাল মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে শহারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

এ সময় গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমী ও ফ্রেন্ডস স্পোর্টস একাডেমি ঢাকার মধ্যে ৩ ম্যাচ সিরিজের ২য় ক্রিকেট ম্যাচ চলছিল।

নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকালকদিম গ্রামের ইমাম আলীর ছেলে।এ ঘটনায় গোপালগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আনসার আহমেদ বজ্রপাতে ওই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্রেন্ড স্পোর্টস একাডেমি ঢাকার অধিনায়ক আবু তাহের সেতু বলেন, আজ বুধবার দুপুর দেড়টায় গোপালগঞ্জের আকাশে সামান্য মেঘ জমে। হঠাৎ হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। তখন গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমী ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে খেলা চলছিল। এটি ৪০ ওভারের ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা ছিল বলে জানান ওই ক্রিকেটার।

ওই ক্রিকেটার আরো জানান, তামজিদ আহমেদ ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করছিল। খেলার ৩৫ তম ওভারের সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তানজিম আহমেদের মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দেখতে পেয়ে দৌড়ে তামজিদের কাছে গিয়ে দেখে তার পরিহিত জার্সির অনেকাংশ পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে অন্য খেলোয়াড়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আবু তাহের সেতু আরো বলেন, তানজিম আহমেদ দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টিং একাডেমিতে ভর্তি হয়। এই বছর আমরা একসঙ্গে অনুশীলন করছি।

গোপালগঞ্জ আবহানী ক্রিকেট একাডেমির সাথে ৩ ম্যাচের একটি সিরিজ খেলতে আমরা গত সোমবার গোপালগঞ্জে এসেছি। আজ আমাদের ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আমাদের পুরো টিম মুষড়ে পড়েছে ।আমরা তানজিম আহমেদের জন্য দোয়া চাই।

(টিবি/এসপি/মে ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test