E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাফিক পুলিশদের স্যালাইন-পানি সরবরাহের নির্দেশ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের

২০২৩ জুন ০২ ১৪:৫৬:৪১
ট্রাফিক পুলিশদের স্যালাইন-পানি সরবরাহের নির্দেশ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : তীব্র গরমে সাধারণ জনজীবন প্রায় নির্বিকার। রোদের তাপে পুড়ছে সারা বাংলা। রাস্তাঘাটে যানজট নিরসনে অন্যতম দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ। বৃষ্টির দেখা নেই বললেই চলে। সূর্যের তীব্র তাপে সাধারণ মানুষ প্রায় অসহায়।  তবুও প্রচন্ড গরমে খোলা আকাশের নিচে শহরের যানজট নিরসনে নিরলস দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সদস্যরা। 

তীব্র গরমে দায়িত্বরত কর্মকর্তাদের নিজেদের প্রতি খেয়াল রাখার আহ্বান করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনা সরবরাহকৃত পানি, স্যালাইন এবং বিস্কুট ট্রাফিকের প্রতিটা ফোর্স অফিসারকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। এই তীব্র তাপদাহ যতদিন থাকবে ততদিন চলবে এই কার্যক্রম।

শুক্রবার (১ জুন) থেকে ট্রাফিক বিভাগের দায়িত্বরত সকল সদস্যদের মাঝে পানি সহ বিভিন্ন হালকা খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

এবিষয়ে পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) ট্রাফিক বিভাগ নারায়ণগঞ্জ মোঃ আব্দুল করিম শেখ জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল মহোদয়ের নির্দেশনায় এই অসহনীয় গরমে রাস্তায় ডিউটি করা সত্যিই কষ্টকর এই উপলব্ধি থেকে পুলিশ সুপার স্যার এ ব্যবস্থা গ্রহন করেছেন। তাই আমাদের ট্রাফিক বিভাগ স্যারকে স্যালুট জানাই।

(এমএস/এএস/জুন ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test