E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

২০২৩ জুন ০৪ ১৮:৩৮:২৪
টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক। রবিবার (৪ জুন) বেলা ১১টার দিকে গারোবাজার-কাকরাইদ সড়কের হাজিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার টেঁপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির ও একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিব।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, তিন বন্ধু হাবিব, সাদিক ও সাব্বির মধুপুর রাবার দেখে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেল গারোবাজার-কাকরাইদ সড়কের হাজিবাড়ি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাবিব ও সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাদিককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহারুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ দুটি আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে টাঙ্গাইলের বাসাইলে গোসল করতে নেমে পুকুরে ডুবে রেনু বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।একইদিন সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেনু বেগম ওই গ্রামের খসরু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে রেনু বেগম বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামেন।এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় এক কিশোর বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেয়। পরে তার পরিবার ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।নিহতের স্বামী খসরু মিয়া বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল।এজন্য আমি তাকে গোসলও করিয়ে দিতাম। সকালে আমার অজান্তে সে পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।'

স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফরিদা আক্তার বলেন, ‘রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকালে তিনি বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা মাছ ধরার ঝাঁকি জালসহ বিভিন্নভাবে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে। প্রায় এক ঘণ্টা পর তার লাশ পাওয়া যায়।'

(এসএএম/এএস/জুন ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test