E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান স্ত্রী আফরোজা পারভীন

২০২৩ জুন ০৪ ১৯:১১:৫৬
স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান স্ত্রী আফরোজা পারভীন

আসাদ সবুজ, বরগুনা : স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন স্ত্রী। স্থানীয় ভোটারদের অনুরোধে ও জণগণের সেবার মাধ্যমে মৃত স্বামীর আত্মার সন্তুষ্টি অর্জনের জন্য প্রার্থী হয়েছেন স্ত্রী আফরোজা পারভীন।

বরগুনা পৌরসভার ১নং নির্বাচিত কাউন্সিলর তারিকুজ্জামান টিটু কাউন্সিলর নির্বাচিত হওয়ার ২৫ মাস পরে চলতি বছরের ১৮ই ডিসেম্বর ষ্ট্রোক জানিত কারনে অসুস্থ হয়ে পরে। অসুস্থ অবস্থায় তারিকুজ্জামান টিটুকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের ৮ জানুয়ারী তারিকুজ্জামান টিটুর অকাল মৃত হয়। তারিকুজ্জামান টিটু'র মৃত্যুতে ওয়ার্ডটির কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে আগামী ১২ই জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সেই ওয়ার্ডের ভোটারদের অনুরোধে ও স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে প্রার্থী হয়েছেন প্রয়ত কাউন্সিলর তারিকুজ্জামান টিটু'র স্ত্রী আফরোজা পারভীন। গত ৩০মে নির্বাচন কমিশন আফরোজা পারভীনকে স্বামীর নির্বাচনী প্রতিক উট পাখি বরাদ্দ দেয়। বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের জনগণকে সেবা করার মাধ্যমে অকালে চলে যাওয়া স্বামীর আত্মার সন্তুষ্টিতে দুই শিশু সন্তানসহ স্থানীয় ভোটারদের সাথে নিয়ে অশ্রু সজল চোখে ভোটারদের দুয়ারে দুয়ারে দোয়া ভোট চাইছেন তিনি। সেই সাথে করছেন উঠান বৈঠক।

বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের ১নং ওয়ার্ডের বেশ কয়েকজন ভোটার বলেন, জীবিত অবস্থায় কাউন্সিলর তারিকুজ্জামান টিটু ১নং ওয়ার্ডের সকল সাধারণ মানুষের সুখে দুখে সবসময় পাশে থেকেছেন। তারই প্রতিদান স্বরূপ টিটুকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজ টিটু আমাদের মাঝে নেই, টিটুর জায়গায় আমরা সবাই তার স্ত্রী আফরোজা পারভীনকে প্রার্থী করেছি। আফরোজা পারভীন একজন শিক্ষিত ও ভদ্র মানুষ। আমরা আশা করছি আফরোজা পারভীন তার স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে ১নং ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখবে। আমাদের এই ১নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ আফরোজা পারভীনের উট পাখি প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

প্রার্থী আফরোজা পারভীন বলেন, ১নং ওয়ার্ডের সম্মানিত ভোটারদের অনুরোধে আমি এই উপনির্বাচনে প্রার্থী হয়েছি। আমি আমার স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আমি নির্বাচিত হলে আমিও আমার স্বামীর মতই এই ১নং ওয়ার্ডের সকল সম্মানিত নাগরিকদের সেবা করতে চাই, তাদের পাশে থেকে সুখ দুখের অংশিদার হতে চাই। আমি এই ১নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে আমার মৃত স্বামীর আত্মাকে একটু হলেও সন্তুষ্ট করতে পারবো। আমিও আমার স্বামীর মতই আমার সর্বশক্তি দিয়ে বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে সকলকে আমার পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ করছি।

প্রসঙ্গত, বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের এই উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপর প্রার্থী আক্তারুজ্জামান নাসির পাঞ্জাবি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত পৌরসভা নির্বাচনে আক্তারুজ্জামান নাসির আফরোজা পারভীনের স্বামী প্রয়াত কাউন্সিলর তারিকুজ্জামান টিটু সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

(এএস/এসপি/জুন ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test