E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৩ জুন ০৪ ১৯:১৭:২৭
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আণজুমানার খাতুনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ,  স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সিডো নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,অর্জন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মহুয়া মন্জুরী,  জ্যোৎস্না দত্ত, আশ্রয় সংস্থার পরিচাখ গিয়াস উদ্দীন সরদার, জয় সংস্থার সভানেতী নেত্রী খুরশিদ জাহান প্রমুখ।

বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতির অফিসকক্ষে বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষকগণের সম্মুখে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজ-এর সাথে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটেছে। এসময় মনোবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও অফিসকক্ষে উপস্থিত ছিলেন। ২৩.০৫.২০২৩ তারিখ একাডেমিক কমিটির সভা শেষে প্রফেসর ড. এনামুল হক বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে পুনরায় অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষায় হুমকি প্রদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির এ ঘটনা সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক একটি বিষয়। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখাসহ সকল মানবাধিকার সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানায় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি ও আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানানো হয়।

(আরকে/এএস/জুন ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test