E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের গোনা বাজারে ১৫ দোকান পুড়ে ছাই, ৩ ফায়ার ফাইটার আহত

২০২৩ জুন ০৫ ১৬:৩৮:৪০
বাগেরহাটের গোনা বাজারে ১৫ দোকান পুড়ে ছাই, ৩ ফায়ার ফাইটার আহত

সরদার, শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার গোনা বাজারে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকানের প্রায় ২ কোটি টাকার পন্য। সোমবার রাত ১১টার দিকে বাগেরহাট-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন গোনা বাজারে লাগা এই আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের রামপাল ও মোংলা ইউনিটের তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহত ফায়ার ফাইটার ইছাবুল মোল্লা, টুটুল সরকার ও আব্দুল কাদের জনিকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত ১১টার দিকে বাগেরহাট-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন রামপালের গোনা বাজারে আগুন লাগে। খরব পেয়ে রামপাল ও মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। এ সময়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের রামপাল ও মোংলা ইউনিটের তিনজন ফায়ার ফাইটার ইছাবুল মোল্লা, টুটুল সরকার ও আব্দুল কাদের জনি আহত হয়। তাদের উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ফায়ার ফইটাররা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় মুদি-মনোহরি, হার্ডওয়ার, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এসব ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের দেয়া তথ্যমতে আগুনে প্রায় ২ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(এস/এসপি/জুন ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test