E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেএমবি’র পলাতক সদস্য মোল্লা ইউনুস গ্রেফতার

২০২৩ জুন ০৭ ১৯:৪০:৪২
জেএমবি’র পলাতক সদস্য মোল্লা ইউনুস গ্রেফতার

রাজন্য রুহানি, জামালপুর : বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দীর্ঘ ১২ বছর ধরে আত্মগোপনে থাকা জেএমবির পলাতক এক সদস্য হাজী মো. সুলাইমান (৫৫) ওরফে মোল্লা ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর পলাতক সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জুন) গাজীপুরের কাপাসিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ। পরে তাকে তার নিজ থানায় নিয়ে আসে মাদারগঞ্জ থানার পুলিশ। তিনি ২০১১ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার সুলাইমান মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের গুদাশিমুলিয়া গ্রামের মৃত শরিফ মন্ডল ওরফে রফিকুল ইসলামের ছেলে।

সহকারি পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার এ বিষয়ে জানান, দীর্ঘদিনের পালাতক জেএমবির ওই সদস্যকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২০১১ সালে ময়মনসিংহ মুক্তাগাছা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

(আরআর/এএস/জুন ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test