E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত

২০২৩ জুন ০৮ ১৩:৩৭:৩৯
লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত


শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরে বোমা ফাটিয়ে আর কে শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানদার ও তার ছেলেকে কুপিয়ে আহত করা হয়। এদিকে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের পিকআপটি পথচারীদের চাপা দিলে সফি উল্লাহ (৭০) নামে একজন নিহত হন।

বুধবার রাত সোয়া ৮টার দিকে শহরের কলেজরোড এলাকার চৌধুরী সুপার মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০-১৫টি ককটেল উদ্ধারসহ দুজনকে আটক করেছে পুলিশ

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ডাকাত এসে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরে দুর্বৃত্তরা আর কে শিল্পালয়ে ঢুকে স্বর্ণালংকার লুট করে পিকআপ ভ্যান যোগে পালিয়ে যায়। ঘটনার সময় দোকানমালিক অপু কর্মকার ও তার ছেলেকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এদের মধ্যে অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানে করে পালানোর সময় শহরের ইটের পোল এলাকায় গিয়ে দুজন ব্যক্তিকে চাপা দেয় ডাকাতেরা। এতে সফি উল্লাহ (৭০) ও মো. ইসলাম (৫০) নামের ওই দুই পথচারী গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক সফি উল্লাহকে মৃত ঘোষণা করেন। পিকআপ চাপায় আহত ইসমাইল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ব্যবসায়ী অপু পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। নিহত সফি উল্লাহ ও আহত ইসমাইল হোসেন পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুরের ইটেরপুল এলাকার পানাম বাড়ির বাসিন্দা।

এদিকে এ ঘটনায় জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জুয়েলারি মালিক সমিতির সভাপতি হরিহর পাল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে জেলা জুয়েলার্স সমিতির সভাপতি হরিহর পাল বলেন, ‘অপুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেছে ডাকাতদল।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘ক্রেতা সেজে কয়েকজন স্বর্ণের দোকানে ঢোকে। আর চার–পাঁচজন বাইরে অবস্থান নেয়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্বর্ণের দোকানে লুট করে পিকআপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে। পুলিশের ধাওয়ায় পালানোর সময় ইটের পোল এলাকায় তারা দুজন পথচারীকে চাপা দেয়। তাদের মধ্যে একজন মারা গেছেন।’

লক্ষ্মীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি তাজা ককটেল উদ্ধার করেছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে দুই ডাকাতসহ ব্যবহৃত পিকআপটি আটক করেছে।’

তিনি আরও বলেন, ‘আটক ডাকাতরা থানা হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

(এসএস/এএস/জুন ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test