E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি 

২০২৩ জুন ০৮ ১৬:৪৬:৫৮
বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতখাতে দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। অবস্থান কর্মসূচি থেকে ৫ সদস্যের একটি দল জামালপুর বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেলের কাছে স্মারকলিপি জমা দেয়।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

দলীয় সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা বসাকপাড়ার সিএন্ডবি মোড় থেকে একটি মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে যাওয়ার সময় সদরঘাট মসজিদ এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। সরকার ঘরে ঘরে বিদুৎ দেবে বলে মানুষকে আশার বাণী শোনালেও আজ বিদুৎতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলে গেছে। সরকার বিদ্যুৎসহ সকল ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তাই জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। আগামীদিনে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test