E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কিস্তিতে ওয়ালটনের পণ্য কিনে স্ত্রী পেলেন আর্থিক সহায়তা

২০২৩ জুন ০৮ ১৮:২৯:১৩
কিস্তিতে ওয়ালটনের পণ্য কিনে স্ত্রী পেলেন আর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি : ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় ব্লেন্ডার মেশিন কিনেছিলেন আব্দুল লতিফ নামের এক ব্যক্তি। কয়েক ধাপে ৪ হাজার ১০০ টাকা পরিশোধ করার পর শারীরিক অসুস্থতার কারনে তিনি মারা যান। কিন্তু কিস্তির বাঁকি টাকা পরিশোধ না করেও মৃতের পরিবার পেয়েছে আর্থিক সুবিধা। আর পরিবারের পাশে দাঁড়িয়ে এই সুবিধা দিয়েছেন নওগাঁর ‘নিয়ামতপুর ওয়ালটন প্লাজা’।

বুধবার (০৭ জুন) রাতে নিয়ামতপুর ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে মৃত ক্রেতার স্ত্রী রাজিয়া সুলতানার হাতে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় তার কিস্তি মওকুফ এবং পরিবারকে আর্থিক এই সহায়তা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিডিও জাহিদুল ইসলাম, ডিসিএম অনিল চন্দ্র বিশ্বাস, আরএসএম এসএম শাকিলুর রহমান পাভেল, আরসিএম আসাদুজ্জামান, নিয়ামতপুর প্লাজার ম্যানেজার শরিফুল ইসলাম, মহাদেবপুর প্লাজার ম্যানেজার আবুল হাসেম ও সান্তাহার শাখার ম্যানেজার উজ্জল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নওগাঁর নিয়ামতপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার শরিফুল ইসলাম জানান, আমাদের ওয়ালটনের নিয়ামতপুর শাখা থেকে পোরশা উপজেলার বানইল বড়গ্রাম এলাকার বাসিন্দা আব্দুল লতিফ চলতি বছরের ২ ফেব্রুয়ারি ৫ হাজার ৬৪০ টাকা দিয়ে একটি ব্লেন্ডার কেনেন। এরপর তিনি ৪ হাজার ১০০ টাকা কিস্তি দেওয়ার পর গত ২মে মারা যান। এ অবস্থায় ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। কিস্তিতে নেওয়া মৃত ক্রেতার পরিবারকে দেওয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা।

এদিকে ওয়ালটন প্লাজার কাছ থেকে এই সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৃত আব্দুল লতিফের পরিবার। পাশাপাশি ওয়ালটনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনিসহ অন্যান্য ক্রেতারা।

(বিএস/এসপি/জুন ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test