E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা

২০২৩ জুন ০৮ ১৯:৩২:৪৮
ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশি বাধাঁয় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।
সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে, সরকারের ব্যার্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবী জানান। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

সমাবেশ শেষে মিছিল যোগে বিদ্যুৎ অফিসে স্বারক লিপি দিতে গেলে তাতেও বাঁধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি প্রদান করে।

(একে/এসপি/জুন ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test