E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে মা সমাবেশ 

২০২৩ জুন ১০ ১৯:১০:৩৪
জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে মা সমাবেশ 

রাজন্য রুহানি, জামালপুর : 'মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্যে  জাতীয় পুষ্টি সপ্তাহের চতুর্থ দিন মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকালে জামালপুর উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস।

উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর সার্বিক সহায়তায় জেলা স্বাস্থ্যবিভাগের কারিগরী সহয়োগিতায় মা সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবজানি ভৌমিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাসেল মাহমুদ, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। সমাবেশে শতাধীক প্রসুতি, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস বলেন আমাদের পুষ্টির অভাব নাই পুষ্টি জ্ঞানের অভাবে মা ও শিশুরা ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। প্রতিটি পরিবার একটু সচেতন হলেই মারাত্মক অপুষ্টির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রতিটি পরিবারের পতিটি আঙ্গিনায় শাক-সবজি চাষ, পেয়ারা, লেবু, পেঁপেসহ বিভিন্ন ফলমূলের গাছ লাগিয়ে এবং ছোটখাটো জলাশয়ে মাছ চাষ, বাড়িতে হাঁস, মুরগী, ছাগল, গরু পালন করে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। এসব কাজে সরকার নানাভাবে সহায়তা করে থাকে।

তিনি মারাত্মক পুষ্টি আক্রান্ত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা নেয়ার জন্য উপস্থিত মায়েদের প্রতি আহ্বান জানান। জামালপুর এরিয়া প্রোগ্রাম এবং উন্নয়ন সংঘের প্রশংসা করে তিনি বলেন সরকারে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, পুষ্টিসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে।

উল্লেখ্য, জেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ ক্ষেত্রে উন্নয়ন সংঘের এপি, এনএসভিসি, বিংগসসহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে জেলাব্যপী নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

(আরআর/এসপি/জুন ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test