E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে আনন্দ পাঠশালা’র শিক্ষক-শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

২০২৩ জুন ১৩ ১৬:২৯:০১
মৌলভীবাজারে আনন্দ পাঠশালা’র শিক্ষক-শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিশুদের সুশিক্ষার জন্য একদল স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের নিয়ে প্রতিষ্ঠিত আনন্দ পাঠশালা’র শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মো: আব্দুস সালাম তালুকদারের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।

আনন্দ পাঠশালা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদাউস ঊর্মি, শাহনাজ বেগম, সায়্যিদা সিদ্দিকা মীম, রিয়া চক্রবর্তী সাদিয়া চৌধুরী তাম্মি, জাহিদ হাসনাত রাজু, সাবিকুন নাহার চৌধুরী (কারীমা), মেহেদী বিল্লাহ বাঁধন, সুজাতা চক্রবর্তী, ফারজানা জাহান, নাঈমা আফরোজ রূপা, নওশাদ তালুকদার, মাহফুজুর রহমান রাকিব, হেনা বেগম, হেপী আক্তার পপি, কানিজ আয়েশা ইভা, অদিতি দে, আয়শা জান্নাত, আশরাম আহমেদ মামুন ফারজানা তাসমিন, ফয়সাল আহমেদ শাহী, অর্পন চন্দ, লিজা আক্তার, কণিকা আক্তার, মাহতাবুল ইসলাম উদয়, কানিজ ফাহমিদা ইমা, এনামুল ইসলাম জাহিদ, মুরশেদা বাসিত, লাইলী বেগম, চামেলি বেগম, বেলাল আহমেদ, নাছিম চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম আনন্দ পাঠশালার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত হন, এবং চমৎকার এমন উদ্যোগের সাথে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিশুদের পাঠদানের জন্য, আনন্দ পাঠশালাকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক এই সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। মতবিনিময় সভায় আনন্দ পাঠশালার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জুন ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test