E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপগঞ্জে ডাকাতের হামলায় আহত ৪, স্বর্ণ-টাকা লুট

২০১৪ এপ্রিল ৩০ ১১:০৭:০৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বাড়িতে হানা দিয়ে সোনার গহনা ও নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালপত্র লুটে নিয়েছে একদল ডাকাত। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ার মানিক চন্দ্র সরকার নামে এক স্ট্যাম্প বিক্রেতার বাড়িতে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন-গৃহকর্তা মানিক চন্দ্র সরকার, রতন চন্দ্র সরকার, মিতু রানী সরকার ও মুক্তা রানী সরকার। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মানিক চন্দ্র সরকার জানান, রাত ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত মেইন গেটের তালা ভেঙে মানিক চন্দের বাড়ির ভেতরে ঢোকে। পরে গাছের গুঁড়ি দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে তারা। প্রতিবাদ করায় ডাকাতরা ওই চারজনকে পিটিয়ে আহত করে।

একপর্যায়ে তারা ঘরে থাকা চার ভরি সোনার গহনা, নগদ তিন লাখ টাকা, চারটি মোবাইল ফোন সেট, একটি ক্যামেরাসহ প্রায় ছয় লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায়।

রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

(ওএস/এইচআর/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test