E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু 

২০২৩ জুন ১৭ ১৭:৪৯:২২
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বটতলা এলাকার মজিবুর রহমানের ছেলে মাহমুদ হাসান (৬২)। তার কয়েদি নং- ৮০২৪/এ।

শনিবার (১৭ জুন) দুপুরে কারাগারে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিল মাহমুদ হাসান। তিনি একাধিক চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। বেলা ১১টার দিকে কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক চেক ডিসঅনার মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় ৩ মাস ও একটি মামলায় ৮ মাসের কারাদন্ডপ্রাপ্ত ছিল। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(এস/এসপি/জুন ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test