E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় শিক্ষকদের মহা সমাবেশ 

২০২৩ জুন ১৭ ১৭:৫২:১৬
কাপাসিয়ায় শিক্ষকদের মহা সমাবেশ 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের  শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কাউট আন্দোলন জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ কল্পে মহা শিক্ষক সমাবেশ আজ শনিবার কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমানত হোসেন খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, শিক্ষা অফিসার আনসার উদ্দিন,অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, রাসেল সরকার, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, আশরাফুল আলম খান, ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাজহারুল ইসলাম সেলিম প্রমুখ।

প্রথমিক,মাধ্যমিক বিদ্যালয়,কলেজ মাদরাসার তিনহাজার দুইশত শিক্ষক অংশ গ্রহন করেন। শিক্ষার গুণগত মানের উন্নয়নের লক্ষ্যে উন্মুক্ত আলোচনায় নানাবিধ সমস্যা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাল্য বিবাহ রোধ স্কাউটিং বৃদ্ধি নিয়ে ব্যপক আলোচনার নিমিত্তে সকলে মিলেমিশে কাজ করে কাপাসিয়াকে শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিমিন হোসেন রিমি।

(এসকেডি/এসপি/জুন ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test