E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ 

২০২৩ জুন ১৯ ১৫:৪২:৫৫
নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের সরকারি টাকা হাতিয়ে নেওয়া ঘটনা ফাঁস করলেন তার স্ত্রী মুক্তা বেগম ও দুই সন্তান আছিব ও তৈহিদ।

ভুক্তভোগী লাইলী বেগম ও হাসিনা বেগম বলেন আমাদের সরকারি ঘর দেওয়ার নামে প্রথমে সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম তার ছেলে আছিব এর মাধ্যমে ৪ টি ঘরের ২৫ হাজার করে মোট ১ লাখ টাকা নেয় ও বিভিন্ন ভাতা করে দেওয়ার নামে ২ লাখ ৬৪ হাজার টাকা নগদ লুটে নেয় বলে ভুক্তভোগীরা জানান।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা ছুটেযান সমাজ সেবা কর্মকর্তার ভাড়া বাসায়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপরাধ অপকর্মের লুটপাটের আসল রহস্য। স্ত্রী ও সন্তানরা মুখোশ খুলে দেওয়া বেরিয়ে আসে থলের বিড়াল।

স্থানীয় সংবাদকর্মীরা নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন ও নগরকান্দা থানার সার্কেল শাকিল আহম্মেদ কে অবগত করলে, নগরকান্দা থানার এস আই গোলাম কিবরিয়ার নেতৃত্ব কয়েকজন পুলিশ ঘটনা স্থলে গিয়ে একাধিক মোবাইল ফোন, অসংখ্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অসংখ্য ভাতা ভুগীদের আবেদন কাগজপত্র সহ বিভিন্ন আলামত জব্দ করেন।

এ বিষয় নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বলেন, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, নগরকান্দা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অসহায় প্রতিবন্ধীদের ভাতা করে দেয়া নামে স্থানীয় লোকজন অনেকে তার বাসায় যায় এবং অর্থ গ্রহণ করেন।সেই অভিযোগের ভিত্তিতে, আমাদের অফিসারদের পাঠিয়ে তার স্ত্রী ও ছেলে সন্তান সহ আমাদের হেফাজতে নিয়ে এসেছি। একটি মামলা প্রক্রিয়াধীন আছেন।

(পিবি/এএস/জুন ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test