E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হত্যাকারী ও সহযোগিতাকারী সবাই ধরা পড়বে’

২০২৩ জুন ২০ ১৮:৪৩:২২
‘হত্যাকারী ও সহযোগিতাকারী সবাই ধরা পড়বে’

রাজন্য রুহানি, জামালপুর : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা জানি, স্থানীয় প্রশাসনসহ সবাই মিলে চেষ্টা করছে। যারা হত্যাকারী ও যারা সহযোগিতাকারী তারা সবাই ধরা পড়বে। আমি নিজেও দাবি করি, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের যে অধিকার লঙ্ঘিত হয়েছে সেই অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যা আইনগত প্রক্রিয়া, সেটা সঠিকভাবে পরিচালিত হবে। এর মাধ্যমেই যারা অন্যায় করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোমেরপাড়ায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়িতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহত সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় চেয়ারম্যানের ছেলে কিভাবে মাথায় আঘাত করেছিল সেইগুলো আমরা সবাই জানি। এখন তিনি (চেয়ারম্যানের ছেলে) পালিয়ে আছেন। আমার বিশ্বাস তিনি পালিয়ে থাকতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী নাদিমের পরিবারের পাশেই রয়েছেন। ইতোমধ্যে সেই প্রমাণ পাওয়া গেছে। তাই আমি বিশ্বাস করি, অপরাধীরা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বেন। সেটা সময়ের অপেক্ষা।’

এ সময় জাতীয় মানবধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক সুম্মিত পাইক, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test