E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জেলা পরিষদে ৪ বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

২০২৩ জুন ২০ ১৮:৫৬:১৬
জামালপুরে জেলা পরিষদে ৪ বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

রাজন্য রুহানি, জামালপুর : আত্মকর্মসংস্থান সৃষ্টি, জীবনমান ও নারী উন্নয়নে জামালপুর জেলা পরিষদের উদ্যোগে ৪ বিষয়ের ওপর প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। 

যে চার বিষয়ের প্রশিক্ষণ কোর্স চলবে সেসব হলো, সেলাই প্রশিক্ষণ ৬০ দিন, বিউটিফিকেশন ৪০ দিন, কম্পিউটার প্রশিক্ষণ ৪৮ দিন ও ইংলিশ স্পোকেন ৩৬ দিন। এ প্রশিক্ষণে ৭ জন প্রশিক্ষক থাকবেন বলে জানিয়েছে জেলা পরিষদ সূত্র।

মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ আয়োজিত পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন জাহান লিজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলতুজ্জামান দুলাল, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সদস্য জয়নাল আবেদীন, হারুন অর রশিদ ও নাজমা আক্তার মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণে অংশগ্রহণ করলেই হবেনা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই এই প্রশিক্ষণ কোর্স সফল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আত্মকর্মসংস্থান, জীবনমান ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জামালপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ অর্থবছরের সেলাই মেশিন, বিউটিফিকেশন, কম্পিউটার ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সের উপর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০২০-২০২১ অর্থবছরের কম্পিউটার কোর্সেও সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

(আরআর/এসপি/জুন ২০, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test