E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির সময় জনতার হাতে আটক

২০২৩ জুন ২০ ২১:০২:৩৭
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির সময় জনতার হাতে আটক

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ৭ মন বই ও অন্যান্য ভাঙ্গা আসবাবপত্র সামগ্রী সের দরে বিক্রির সময় স্থানীয় জনতা হাতেনাতে আটক করে। মঙ্গলবার বেলা ১টার দিকে মাসকা বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিদ্যালয় উন্নয়নের কথা বলে কমিটির সিদ্ধান্ত ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি ছাড়াই পুরাতন বই ও নির্মান সামগ্রী ১৪ হাজার ৭শ টাকায় বিক্রি করে দেন। মাসকা বাজারের ইজারাদার মোঃ বদরুল ইসলাম এ ঘটনা টের পেয়ে স্থানীয় জনতাকে সাথে নিয়ে বই ও অন্যান্য নির্মাণ সামগ্রী আটক করে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট খবর পাঠান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পুরাতন বই ও অন্যান্য নির্মান সামগ্রী জব্দ করে উপজেলা শিক্ষা অফিসের গুদামে এনে রাখেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের ভাষা, পুরাতন অপ্রয়োজনীয় বই ও অন্যান্য নির্মান সামগ্রীর বিক্রিত টাকা বিদ্যালয়ের উন্নয়নের কাজে ব্যবহার করতে সরল মনে বিক্রি করেছি। তবে যারা আটক করেছেন, তারা বিদ্যালয়ের ছাত্র অভিভাবকও নন কমিটিরও সদস্য না। পূর্বশত্রুতার জেরে সমাজে আমাকে হেয় করার জন্য এ কাজটি করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বলেন, পুরাতন বই ও অন্যান্য নির্মান সামগ্রী ১৪ হাজার ৭শ টাকায় বিক্রি করেছিলেন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বই ও নির্মান সমাগ্রী বিক্রির ক্ষেত্রে অনুমতি নেয়ার দরকার থাকলেও তিনি অনুমতি না নিয়েই বিক্রি করেছেন। এটি তার অন্যায়। এজন্যই প্রধান শিক্ষককে আগামীকাল বুধবার কারণ দর্শানো নোটিশ দেয়া হবে। বিষয়টির অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করা হবে। তবে বিক্রিত বই ও অন্যান্য নির্মান সামগ্রী জব্দ করে গুদামে এনে রাখা হয়েছে বলে তিনি জানান।

(এসবিএস/এএস/জুন ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test