E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দোহাজারীতে রথযাত্রা অনুষ্ঠিত

২০২৩ জুন ২১ ১৫:৫৬:০০
দোহাজারীতে রথযাত্রা অনুষ্ঠিত

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার নাথপাড়ায় অবস্থিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে মহোৎসব কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও মহাধুমধামের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হয়। 

গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজাসহ বিশ্বের সকলের শান্তি ও মঙ্গল কামনায় সমস্বরে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও স্বল্প পরিসরে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিবৃত্ত আলোচনা করা হয়।

দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং বিকেল ৪টায় বিভিন্ন গ্রাম থেকে আগত সকল পূণ্যার্থীদের নিয়ে মহাধুমধামের সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। পাকিস্তান আমল থেকে শুরু হওয়া উক্ত রথযাত্রা উপলক্ষে সকাল হতে মেলা বসে মন্দির প্রাঙ্গনে।

উল্লেখ্য, সনাতনী পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভারতের উড়িষ্যার পুরীতে এই রথযাত্রা উৎসব শুরু হলেও বর্তমানে তা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।

(পিআর/এসপি/জুন ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test