E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাঘাটায় ভিজিএফ’র ১১ বস্তা চাল জব্দ

২০২৩ জুন ২২ ২০:১৪:৫৬
সাঘাটায় ভিজিএফ’র ১১ বস্তা চাল জব্দ

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ’র চাল পাচারকালে ১১ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এসব চাল ভ্যানগাড়ীতে বহন করার দায়ে শাহিন মিয়া নামের এক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। ওইসব চাল ভ্যানযোগে বোনারপাড়া বাজারের একটি গোডাউনে পৌঁছানোর সময় শাহিন মিয়া নামের ভ্যান চালককে ধরে ফেলেন স্থানীয়রা ।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই সময় বোনারপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছিল। এরই মধ্যে কালপানি গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে শাহিন মিয়া তার ভ্যানযোগে পরিষদ থেকে ১১ বস্তা চাল বহন করে বোনারপাড়ায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে পলাশ মিয়া ও নুর আলমসহ আরও অনেকে চালসহ শাহিনকে আটক করে প্রশাসনকে খবর দেন। এখর পেয়ে স্থানীয় ইউএনও এছাহাক আলী, এসিল্যান্ড মনোরঞ্জন কুমার ও পিআইও মিঠুন কুন্ডু ঘটনাস্থলে গিয়ে ওই ১১ বস্তা চাল জব্দ করেন।

এ বিষয়ে ভ্যান চালক শাহিন মিয়া বলেন, আমি ভাড়ায় ভ্যানগাড়ী চালাই। আজ ওই পরিষদে গেলে কয়েকজন লোক ১১ বস্তা চাল বোনারপাড়া বাজারে নিয়ে যেতে বলেন। সেই মোতাবেক চালগুলো নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, চালগুলো কোথায় থেকে কারা কীভাবে নিয়ে গেলো সেটি দেখা হচ্ছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এছাহাক আলী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। এসময় রাস্তার ওপর থেকে ভিজিএফ’র ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ নিয়ে ভ্যানচালক শাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরী করা হবে।

(আরআই/এএস/জুন ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test