E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদে মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ

২০২৩ জুন ২৩ ১৯:৫৪:২১
ঈদে মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ

রবিউল ইসলাম, গাইবান্ধা : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় মানুষ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ। যেকোন অপশক্তি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ। ২৩ জুন  শুক্রবার দুপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  গাইবান্ধার  পলাশবাড়ী চৌমাথায় পথসভায়  উপরোক্ত কথাগুলো বলেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।

তিনি আরও বলেন, গাইবান্ধায় যেসব পশুর হাট রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে সব হাটেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া। ক্রেতা-বিক্রেতা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেটি দেখবে পুলিশ।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি পুলিশ সুপার( সি-সার্কেল) উদয় কুমার,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,জেলা ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,অফিসার ইনচার্জ( তদন্ত) দিবাকর অধিকারী,পলাশবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(আরআই/এএস/জুন ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test