E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ

২০২৩ জুন ২৫ ১৬:১১:৫৫
মৌলভীবাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ চাই’ এই উক্তিকে সামনে রেখে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি, সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরমেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

এ বছর মৌলভীবাজার জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ দুই হাজার টাকা, সনদ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেওয়া হয়।

(এস/এসপি/জুন ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test