E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কচুয়ায় প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

২০২৩ জুন ২৫ ২০:৩২:৩৩
কচুয়ায় প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার দাস, কচুয়া : "আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত''এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহ নিরুৎসাহিত করার লখ্যে প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন রবিবার সরকারি সিএসপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় কচুয়া সরকারি সিএসপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়।খেলায় আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সরকারি সিএসপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু,সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার সাহা, নিত্য রঞ্জন ঘোষ, সুদেব, বিএমএসএফ এর সহ-সভাপতি ও বিএমএফ টেলিভিশনের সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটুন কুমার মিত্র,কচুয়া এপির কর্মকর্তা পলাশ রঞ্জন সরকার, ইশিতা বৈরাগী,শিউলি কস্তা,কল্লোল বেনজামিন দাস,সমর হালদার প্রমুখ।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।খেলা পরিচালনা করেন দিহিদার মজিবুর রহমান,খান সুমন ও ফারুক শেখ।

(ইউকেডি/এএস/জুন ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test