E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেতন-বোনাস নিয়ে কথা বলে ফেরার পথে হামলা, শ্রমিক নেতা নিহত

২০২৩ জুন ২৬ ১৫:৪৮:২৪
বেতন-বোনাস নিয়ে কথা বলে ফেরার পথে হামলা, শ্রমিক নেতা নিহত

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গতকাল রবিবার গাজীপুর মহানগর ৫১নং ওয়ার্ড গাজীপুরা সাতাইশে প্রিন্স জ্যাকার্স সুয়েটার লিঃ নামক ফ্যাক্টরিতে বকেয়া ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাসের দাবিতে শহিদুল ইসলাম শহিদ (৪০) নামে একজন শ্রমিক নেতা নিহত হয়েছেন। নিহত শহিদ গাজীপুর শ্রীপুর থানার মিঠালু গ্রামের আসগর আলীর পুত্র। এই ঘটনায় আহত হয়েছেন, শেরপুর ঝিনাইদা থানার পাইজরা বাজারের আব্দুল জুল হকের ছেলে মোস্তফা (২৪) ও কুড়িগ্রাম দেলদুয়ারের আজাদুর রহমানের ছেলে আক্কাস এবং গুরুতর আহত হয়েছেন সিলেটের শরিফুল। এরা সকলেই গাজীপুর মহানগরের স্থানীয় ভাড়াটিয়া। 

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প সমিতি গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম বলেন, দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানা শ্রমিকদের আহবানে তাদের নিয়ে টঙ্গীর কলকারখানা অধিদপ্তরে যাই। ডিসি কার্যালয়ে কারখানা মালিকের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে ২৫ তারিখ রবিবার সমস্ত পাওনা পরিশোধের কথা ছিলো। নির্ধারিত দিনে বেতন দিতে মালিক পক্ষ অস্বীকার করলে শ্রমিকরা ফুঁসে উঠে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে শ্রমিক-মালিকের সাথে বিষয়টি মীমাংসা করতে দুজন শ্রমিক নেতাকে নিয়ে কারখানায় যান বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল ওয়ার্কাস ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি নিহত শহিদুল ইসলাম শহিদ। আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে রাত ৮ টার সময় বেরিয়ে আসলে কারখানার গেইটের সামনে মালিক পক্ষের নির্দেশে অপেক্ষমান সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। গুরুতর অবস্থায় আহত অন্যান্যরা শহিদকে গাজীপুর তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডকে ঘিরে শ্রমিকদের মধ্যে বেপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা মালিকের ফাঁসি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, বিষয়টি সর্বচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম স্যারের নির্দেশে ইতিমধ্যেই আমরা সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও অনুসন্ধান করছি। নিহত শহিদুল ইসলাম শহিদের মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

(জেজে/এসপি/জুন ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test