E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেলাজুড়ে সমালোচনার ঝড়

নারী কর্মীদের সামনে আ.লীগ নেতার অশ্লীল ভাষায় বক্তব্য

২০২৩ জুন ২৬ ১৭:২০:১৭
নারী কর্মীদের সামনে আ.লীগ নেতার অশ্লীল ভাষায় বক্তব্য

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সামনে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের। তিনি উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৩ জুন শহরের মেইন বাসস্ট্যান্ডে এক জনসভায় তিনি অনুচ্চারণযোগ্য এমন অশ্লীল বক্তব্য প্রদান করেন। তার এই কুরুচি বক্তব্য প্রদানের সময় স্থানীয় এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনসহ দলের নারী কর্মীরা উপস্থিত ছিলেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। 

সমাবেশে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রায় ১০ মিনিটের বক্তব্য দিয়েছেন রাশেদ শমসের। বক্তব্যের এক পর্যায়ে তিনি অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় যা বলেন, তা অনুচ্চারণযোগ্য। তবে এমন খারাপ ভাষায় বক্তব্য দেবার পর উপস্থিত নারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে হতাশার পরিবর্তে হাস্যরসের সৃষ্টি হয়।

সমাবেশের পর নিজদলের নেতাকর্মীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কুরুচিপুর্ণ বক্তব্য ছড়িয়ে দিলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। ফলে ঝিনাইদহ জেলা জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

এমন বক্তব্য নিয়ে স্থানীয় সরকারী মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান বলেন, রাশেদ শমসেরের মতো একজন সাবেক জনপ্রতিনিধির মুখে এমন ভাষা শোভনীয় হয়নি। নতুন প্রজন্মের শিক্ষার জন্য আগামীতে তিনি সাবলীল ও সুন্দর ভাষা ব্যবহারে সচেষ্ট হবেন বলে আমি মনে করি।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা বলেন, ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য ধৃষ্টতার শামিল। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে বলে আশা করি।

এ ব্যাপারে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের বলেন, এমন ভাবে বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি। তবে বক্তব্যের আগে-পিছে অনেক কথা ছিল। সেগুলো কেটে ১/২ মিনিট দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, নারী কর্মীদের সামনে একজন জ্যেষ্ঠ নেতার এ ধরনের অশালীন বক্তব্য আমাদের জন্য অত্যন্ত পরিতাপের। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি আলাপ করেছি। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/জুন ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test