E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

২০২৩ জুন ২৬ ১৭:৩৩:০৫
বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার (২৬ জুন) বিকাল ৩ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

উপজেলা প্রেসক্লাব ও বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক এইচ এম মুসা আলী বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আবুল কাশেম মুক্তা, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মাসুদ উল হাসান, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মুমতাহেনা আশা, সাংবাদিক একেএম নুর আলম নয়ন , সাংবাদিক শাহনাজ পারভীন, সাংবাদিক মাহবুর রহমান, ইয়াছির আরাফাতসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও নামীয় আসামি গ্রেপ্তার হয়েছে মাত্র ৫ জন। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম।

(এসপি/এসপি/জুন ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test