E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আকিজ শ্রমিকদের মহাসড়ক অবরোধ,লাঠিপেটায় আহত ২০

২০১৪ অক্টোবর ২৯ ০৮:৪৮:৪৯
আকিজ শ্রমিকদের মহাসড়ক অবরোধ,লাঠিপেটায় আহত ২০

ধামরাই(ঢাকা) প্রতিনিধি : ২৮অক্টোবর মঙ্গলবার সকালে আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের বারবারিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

এসময় প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।পুলিশের লাঠিপেটায় প্রায় ২০ জন শ্রমিক আহত হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়,দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রতিদিনের মজুরী ১শত ২০ টাকা থেকে ২শত টাকা বৃদ্ধি,প্রতিমাসের ৭ তারিখে বেতন প্রদান,ঈদ বোনাস ৫শত টাকার স্থলে ১ হাজার টাকা.সাপ্তাহিক ছুটি,বকেয়া বেতন,চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন ধরনের ১৩টি দাবি জানিয়ে আসছিল কতৃপক্ষের কাছে।

শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রতি কারখানার কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করায় গতকাল মঙ্গলবার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার প্রধান ফটকে অবস্থান করতে থাকে। এসময় কারখানার সহকারি ব্যবস্থাপক(প্রশাসন) মারুফ আহমদ শ্রমিকদের সাথে সমঝোতার কথা বলতে গেলে ইয়াছিন নামের এক শ্রমিক তার উপর হামলা করে। এসময় ইয়াছিনকেও বেদম মারপিট করে কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ী ভাংচুর করে। ফলে প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

এসময় ধামরাই,আশুলিয়ার শিল্প পুলিশ ও গোলড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উপর লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিমলা বেগম,নুরজাহান,দেলোয়ারা শফিক,আনোয়ার, রফিক, কাইয়ূমসহ প্রায় ২০জন শ্রমিক আহত হয়।

এসময় শ্রমিক-পুলিশের মধে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেখানে অতিরিক্ত পুলিশ,জলকামান (ওয়াটার ক্যানন) ও রায়ট কার(এপিসি-আর্মস প্রটেকশন কার) মোতায়েন করা হয়। পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে প্রধান ফটকে অবস্থান নেয়। পরে সেখানে স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন কারখানার কর্মকর্তাদের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণ করার কথা বললে শ্রমিকরা কাজে যোগদান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(এএইচ/এসসি/অক্টোবর২৯,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test