E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুচক্রী মহলের ইন্ধনে চলছে গভীর ষড়যন্ত্র 

টঙ্গী পশ্চিম থানার ওসির বিরুদ্ধে মাদকাসক্ত ব্যক্তির বানোয়াট অভিযোগ 

২০২৩ জুন ২৭ ১৮:১৪:২৩
টঙ্গী পশ্চিম থানার ওসির বিরুদ্ধে মাদকাসক্ত ব্যক্তির বানোয়াট অভিযোগ 

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : চিহ্নিত ভয়াবহ মাদকাসক্ত মোঃ হারুন অর রশীদ সরকার মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটি নিয়ে ইতিমধ্যেই সর্বমহলে নিন্দার ঝড় উঠেছে। 

গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ডের সুরতরঙ্গ রোডের হারুন সরকার (৫০) মৃত ইউসুফ আলি সরকারের ছোটো ছেলে। গতবছর ঈদুল আজহার পূর্বে গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি এর একটি প্রকল্পের পরিচালক টঙ্গী পশ্চিম থানায় সড়ক খননকৃত মাটি নিয়ে যাওয়াসহ প্রকল্প কাজে বাঁধা দেয়ার অভিযোগ করেন মাদকাসক্ত হারুনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হারুন সরকারকে থানায় জিজ্ঞাসাবাদ পূর্বক সতর্ক করেন ওসি শাহ্ আলম।

মাদকের ছোবলে অসুস্থ হারুন সরকার চেরাগ আলিস্থ তার মার্কেটের দোকান ভাড়াটিয়াকে দোকান থেকে বের করে দেয়। দীর্ঘ ৪৭ বছরের দোকান ভাড়াটিয়া ইউসুফ আলি সরকারের মৃত্যুর পর উনার ছেলে হারুন সরকার থেকে তিন হাজার টাকা মাসিক ভাড়া ও দুই লাখ নব্বই হাজার টাকা এডভান্সে চুক্তিপত্র করে। দোকান ভাড়াটিয়া আব্দুল মালেক বয়সের ভারে অসুস্থ।

তার মেয়ে জাহানারা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, রবিন নামের এক ছেলেকে দোকান ভাড়া চালিয়ে যাবার শর্তে আপতকালিন দোকান করতে দেন আমার অসুস্থ বাবা বিনিময়ে আমার ভাইকে ব্যবসা শিখিয়ে দিবে রবিন। কিন্তু দোকান মালিক হারুন সরকারের ষড়যন্ত্রে অধিক এডভান্সের শর্তে রবিনকে দোকান দিয়ে দেয়। মাসেমাসে ভাড়া বাড়িয়ে নয় হাজার টাকা পর্যন্ত ভাড়া পরিশোধ করে আসলেও দোকান নিয়ে গেলো। এখন এডভান্সের টাকা ফেরত চাইতে গেলে হুমকি ধমকি দেয়। অপারগ হয়ে পশ্চিম থানায় অভিযোগ করি। গত ২৬ তারিখ হারুন সরকার আমাকে মার্কেটে ডেকে পাঠালে মার্কেট কমিটির সভাপতি ওবায়দুল কাকার মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেয় এবং বাকি টাকা ঈদের পর দেয়ার আশ্বাস দেয়।

উত্তরার আমার হোমসহ বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রে বহুবার রিহ্যাবে থাকা হারুন সরকার এখন উল্টো অভিযোগ করে উল্লেখ করেছে যে, ভাড়াটিয়ার কাছে সে বকেয়া ১৬ লক্ষ টাকা পাবে কিন্তু ওসি শাহ্ আলম তাকে ভাড়াটিয়ার দাবিকৃত এডভান্স ফেরত দিতে বাধ্য করছে। মাদকের কারণে বহু বছর পূর্বে স্ত্রী পরিত্যক্ত একাকী জীবনের অসুস্থ হারুন সরকার এখন অভিযোগ করে বলছে ঈদ এলেই নাকি ওসি শাহ্ আলম তাকে হয়রানি করে। হারুন আরো বলে, তার মার্কেটের সামনে ফুটে দোকান বসিয়ে ওসি শাহ্ আলম চাঁদাবাজি করে কিন্তু ব্যবসায়ীরা এমন অভিযোগ আশ্চর্যের সাথে প্রত্যাখ্যান করেন।

এদিকে ওসি শাহ্ আলমকে ঘিরে টঙ্গী পশ্চিম থানাধীন এলাকার মানুষের মধ্যে রয়েছে বিশেষ সম্মান ও ভালোবাসা। এলাকার বিস্তারলাভ করা মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ওসি শাহ্ আলমের সুখ্যাতি রয়েছে। যোগদানের পর থেকেই এলাকাবাসীকে আস্থায় নিয়ে একের পর এক সফল অভিযানে বহু মাদক জব্দ করেন ও মাদক কারবারিসহ ওয়ারেন্টভূক্ত দুর্ধর্ষ আসামি আটক করেন তিনি।

চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছেন তিনি। কিশোর গ্যাং, ফ্যাক্টরি প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে নিয়মিত কাউন্সিলিং, সিসি কেমেরা স্থাপন ও নিয়মিত মনিটরিং এবং রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় ওসি শাহ্ আলমের তৎপরতা একটি বিশেষ মহলের জন্য সমস্যা হয়ে দাঁড়ানোয় বহুদিন ধরে তারা ওসির বিরুদ্ধে অপতৎপরতা ও অপপ্রচার চালাতে কাজ করছে। এই কুচক্রী মহল এখন হারুন সরকারকে উস্কে দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মহাপুলিশ পরিদর্শক বরাবরে মিথ্যা বানোয়াট ও অসংলগ্ন অভিযোগ করিয়েছে। তারা বিভিন্ন পত্রপত্রিকায় এই অভিযোগকে পুঁজি করে আপত্তিকর সংবাদ ছড়াতে মরিয়া হয়ে চেষ্টা করছে মর্মে তথ্য আছে।

এ বিষয়ে ওসি শাহ্ আলম বলেন, এসকল অভিযোগ ভিত্তিহীন। মোঃ হারুন অর রশীদ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে জমি দখলের অভিযোগও রয়েছে। যেহেতু অভিযোগের বিষয়টি জমিজমা সংক্রান্ত সেহেতু উভয় পক্ষকে বিজ্ঞ দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়ে বিরোধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণভাবে বসবাসের পরামর্শ প্রদান করা হয়।

(জেজে/এসপি/জুন ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test