E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে মসজিদের অবকাঠামো নির্মাণে বাধা, সংঘর্ষে আহত ৩

২০২৩ জুলাই ০২ ১৬:০০:২০
গোপালগঞ্জে মসজিদের অবকাঠামো নির্মাণে বাধা, সংঘর্ষে আহত ৩

বিপুল কুমার দাস, রাজৈর : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা গ্রামে আজ রবিবার সকালে ছাগলছিরা দক্ষিণপাড়া জামে মসজিদের অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে এক সংঘর্ষ ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, মসজিদের প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা হারুন শেখ এবং বর্তমান সভাপতি মোস্তফা শেখ সহ উভয় পক্ষের সহযোগীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিদের অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে এই কলহ বিরাজ করছিল।

ভুক্তভোগী মোস্তফা শেখ এবং তার ভাতিজা উজ্জ্বল শেখ জানায় আজ রবিবার সকালে মসজিদের অবকাঠামো নির্মাণ এবং মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গেলে হারুন শেখের সহযোগীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি সুঠা নিয়ে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে তিনজন গুরুত্ব আহত হয়। স্থানীয় লোকজনদের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে এলে ভুক্তভোগীরা রাজৈর হসপিটালে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের সাক্ষাৎকার প্রদান করেন।

উক্ত সংঘর্ষে উজ্জ্বল এবং ফরিদ শেখ সহ আরো একজন আহত হয়। এবং প্রথমে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফরিদ শেখের মাথায় রামদা দিয়ে আঘাত করা হয় এবং হকিস্টিক দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেওয়া হয়। আজ দুপুরে মোঃ ফরিদ শেখ কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ভুক্তভোগীরা আইনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।

(বিডি/এসপি/জুলাই ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test