E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

২০২৩ জুলাই ০৪ ১৪:৪৯:২৭
রাজারহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের (অটো রিক্সা) মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকের ৬ জন যাত্রী গুরত্বর আহত হয়েছে। আহতদের রাজারহাট ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। পুলিশ ইজিবাইক ও ঘাতক পিক্যাপ ভ্যানটিকে রাজারহাট থানায় নিয়ে আসে। কিন্তু পিক্যাপ ভ্যানের চালক পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ জুলাই)রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায়।   

এলাকাবাসী ও ফায়ারসার্ভিস জানান, উলিপুর-রাজারহাট সড়কের মিলের পাড় নাম এলাকায় মঙ্গলবার(৪জুলাই) সকাল পৌনে ৮টায় উলিপুরগামী একটি পিক্যাপভ্যান ও রাজারহাটগামী একটি ইজি বাইকের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি ছিটকে দুমড়ে মুছড়ে সড়কের নিচে পড়ে যায়। ঘটনার পর পর কৌশলে পিক্যাপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘাতক পিক্যাপ ভ্যান নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫০১৭। এতে ইজিবাইকে থাকা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। সে উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে।

এসময় ইজিবাইকের অন্যান্য যাত্রী আমিনুল ইসলাম(৪৫) বাবা হাফিজুল ইসলাম তিস্তা লালমনিরহাট, সেলিনা বেগম(৩৫) বাবা ইউসুফ আলী ও সিনহা আক্তার(৮) উভয় নাজিমখান রাজারহাট, গোলজার হোসেন(৪০) বাবা ময়েজ উদ্দিন মাহিডাংরা উলিপুর, হাবিবুর রহমান(৪০) বাবা রফিকুল ইসলাম(৩২) কদমতলা উলিপুর , আমিনুল ইসলাম(৪২) বাবা মনসুর আলী খন্ডলিয়া উলিপুর গুরত্বর আহত হয়। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকবাসীর সহযোগীতায় লাশ উদ্ধার করে লাশসহ আহতদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষনা করেন এবং অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করে দেয়া হয় বলে জানান রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আক্তারুজ্জামান। পরে রাজারহাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত সিরাজুল ইসলামের বাবা গাফ্ফার আলী রাজারহাট থানায় একটি মামলার দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানিয়েছেন।

(পিএস/এসপি/জুলাই ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test