E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনিয়মের শেষ নেই শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

২০২৩ জুলাই ০৪ ১৬:০৯:৫০
অনিয়মের শেষ নেই শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়াও ওই সরকারি হাসাপাতালে রোগীদের চেয়ে দালালদের কদর এখন বেশী। সেখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের ছত্রছায়ায় এসব অপকর্ম হচ্ছে বলে জানা গেছে। একারণে স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে আছেন রোগী ও তার স্বজনেরা।

তথ্য নিয়ে জানা গেছে, ডাঃ রাশেদ আল মামুন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। করোনাকালীন সময়ে বিভিন্ন সংগঠন থেকে দেওয়া শতাধিক অক্সিজেন সিলিন্ডারের অধিকাংশ বাইরে বিক্রি করে দিয়েছেন তিনি। এর ফলে হাসপাতালটিতে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। প্যাথলজিকাল বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার টাকা বিনা ভাউচারে তার পছন্দের লোক দিয়ে আদায় করে থাকেন। সপ্তাহে রবিবার ও বুধবার নিয়মিত অপারেশন করা হয় হাসপাতালটিতে। এতে করে প্রান্তিক অঞ্চল থেকে সাধারন রোগীরা স্বল্প খরচে চিকিৎসা পেত। স্থানীয় কিছু বেসরকারি ক্লিনিকের মালিকদের সাথে যোগসাজস করে অপারেশনের পরিমান কমিয়ে দেন তিনি। সেকারণে সাধারন রোগীরা সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি অপারেশন না করার জন্য এক চিকিৎসকের বিরুদ্ধে চিঠি দিয়েছেন এবং তাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক জানান, ডা: রাশেদ আল মামুনের একক খবরদারিতে জেলার স্বনামধন্য হাসপাতালটির আজ স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। তিনি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দকৃত দামি ইনজেকশন ও ঔষধ নিজের মালিকানাধীন জেলা শহরের আল-মামুন জেনারেল হাসপাতালে ব্যবহার করেন। এজন্য ভর্তিকৃত রোগীরা সরকারি ঔষধ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি বরাদ্দকৃত গাড়িটিও ব্যক্তিগত কাজে সব সময় ব্যবহার করে থাকেন তিনি। কেউ এর প্রতিবাদ করলেই শিকার হতে হয় ভয়াবহ পরিণতির।

এ সকল অভিযোগ অস্বীকার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, সকল নিয়মকানুন মেনেই হাসপাতাল পরিচালনা করছি। আমি পদায়নের জন্য চেষ্টা করছি। যা স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান জানেন। আমার কর্মকাণ্ডের জন্য অফিস আমাকে পদায়ন দিচ্ছেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ কোন মন্তব্য করতে রাজি হননি

(একে/এসপি/জুলাই ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test