E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০২৩ জুলাই ০৪ ১৯:২১:৩৫
কেশবপুরে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে দুইজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলন করেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সাতবাড়িয়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, তিনি সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। পরপর দুইবার ইউপি সদস্য পদে তিনি স্থানীয় আওয়ামীলীগের বিরোধীতার কারণে পরাজিত হয়েছিলেন। এ কারণে তিনি অর্থনৈতিকভাবে দুর্বল এবং হতাশাগ্রস্থ হয়ে পড়েন। তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বিভিন্ন সময়ে তাকে দিয়ে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে তার ফেসবুক আইডিতে বিভিন্ন মনগড়া ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করিয়েছেন। যার ফলে সংসদ সদস্যের ভাবমূর্তী ক্ষুন্ন এবং দলের জন্য ক্ষতি হয়েছে বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে ভুল বুঝতে পেরে দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সাথে ওই দুইজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, কখনো কারও বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস বা কমেন্ট করার জন্য মোহাম্মদ আলী সিদ্দিকীকে কিছুই বলা হয়নি। সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

(এসএ/এসপি/জুলাই ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test