E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার পৌরসভার ২০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

২০২৩ জুলাই ০৫ ১৮:৫৬:২৭
মৌলভীবাজার পৌরসভার ২০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ২’শ ২ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৫৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজার পৌর মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরের বিশাল এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব খাত থেকে আয় ১৫ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৯৯৬ টাকা, রাজস্ব ব্যয় ১৪ কোটি ৩ লক্ষ ২১ হাজার ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৮৮০ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট আয় (প্রকল্প খাতসহ) ১৮৬ কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা, উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় (প্রকল্প খাতসহ) ১৮৬ কোটি ৭ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা। মুলধনী খাতে সর্বমোট আয় ১ কোটি ৬ লক্ষ ৩৬ হাজার ১৪৯ টাকা, মুলধনী খাতে সর্বমোট ব্যয় ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা, মুলধনী খাতে উদ্বৃত্ত ৯ লক্ষ ৮৬ হাজার ১৪৯ টাকা। সর্বমোট বাজেট রাজস্ব, উন্নয়ন, মুলধনী খাত ২০২ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৫৭৯ টাকা, সর্বমোট উদ্বৃত্ত রাজস্ব, মুলধনী খাত ১ কোটি ৮৯ লক্ষ ৭৯ হাজার ২৯ টাকা।

মেয়র মো. ফজলুর রহমান বাজেট ভাষনে দেয়া বক্তব্যে বলেন, “আমি ২০২১ সালে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়ে দ্বিতীয়বার মৌলভীবাজার পৌরসভার দায়িত্বভার গ্রহণ করি। রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত সর্বমোট ৮ কোটি ১০ লক্ষ ০৬ হাজার টাকার উপরে ঋণ পরিশোধ করেছি। পাশাপাশি পৌর শহরের ড্রেনের ময়লা নিষ্কাশন ও রাস্তার ময়লা অপসারণ করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মেঘা ক্লিন সিটির মাধ্যমে মৌলভীবাজার শহরের দোকানপাট ও শপিং মল হতে ময়লা আবর্জনা সংগ্রহের জন্য জোরালো ভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করি। আমরা চাই মৌলভীবাজার পৌরসভাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ বিতরণ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ ব্যয়ের মাধ্যমে বুটিক প্রশিক্ষণ ও আধুনিক মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যাতে সাবলম্বী করে গড়ে তোলা যায় সে লক্ষ্যে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলারবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পৌর নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিকরাও তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।

ক্যাপশনঃ মৌলভীবাজার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করছেন মেয়র মো. ফজলুর রহমান।

(একে/এসপি/জুলাই ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test