E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৩ জুলাই ০৬ ১৯:৩৪:৫৩
ফরিদপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ও সংগঠনের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি  গ্রহণ করা হয়।

এরই অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এরপর স্থানীয় শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, ও কেককাটা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মাঈন উদ্দিন মানু, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজমুন নাহার এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন - আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু, কর্নফুলী টার্নেলসহ দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। বিএনপি - জামায়াত চক্র সরকারকে বিদেশি জুজুর ভয় দেখাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পূর্বের যে কোন সময়ের চেয়ে অধিক শক্তিশালী।

দেশী - বিদেশি যে কোন ষড়যন্ত্রে আওয়ামী লীগ ভয় পায়না। আওয়ামী লীগের বড় শক্তি দেশের জনগন। দেশের জনগন যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে কোম ষড়যন্ত্রে কাজ হবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বিধায় সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা- কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ যুব মহিলা লীগ গঠনের পর থেকেই দেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও তাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

(ডিসি/এএস/জুলাই ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test