E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় আম গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৩ জুলাই ০৭ ১৬:২১:৫৪
সালথায় আম গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আমগাছ থেকে আফজাল মোল্যা ওরফে লাখু মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত লাখু মোল্যা ওই গ্রামের মৃত সমুজদ্দিন মোল্যার ছেলে। খবর পেয়ে সালথা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাখু মোল্যা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝেই নির্জন জায়গায় গিয়ে ঘুমিয়ে থাকতেন। অনেক খোজাখুজি করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসতেন। ঘটনারদিন তার নিজের ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে বের হয়ে কয়েকটি বাড়ির পর একটি আমগাছের ডালের সাথে গলায় লাইলনের রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে লাখু মোল্যা। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের মেঝছেলে কাইয়ুম মোল্যা বলেন, আমার বাবার মানসিক রোগ ছিলো। প্রায়ই সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যেখানে-সেখানে গিয়ে শুয়ে থাকতেন। আমরা গিয়ে তাকে খুজে বাড়ি নিয়ে আসতাম। তিনি আরো বলেন, আমার বাবা কারো সাথে কোনদিন ঝগড়া বিবাদ করেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, লাখু মোল্যা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে রাতে বিভিন্ন মাঠেঘাটে শুয়ে থাকতেন। প্রাথমিকভাবে মনে হয়েছে সে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুরিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

(এএনএইচ/এএস/জুলাই ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test