E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে মায়ের লাশ দাফন করা নিয়ে দ্বন্দ, ১০ ঘন্টা পর সমাধান

২০২৩ জুলাই ০৭ ১৯:৩১:৩৫
কেশবপুরে মায়ের লাশ দাফন করা নিয়ে দ্বন্দ, ১০ ঘন্টা পর সমাধান

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে মায়ের লাশ দাফন করা নিয়ে দ্বন্দের জেরে লাশ দাফন হয়েছে প্রায় ১০ ঘন্টা পর। দীর্ঘ সময় ভাইদের মধ্যে চলমান বাকবিকতার পর অবশেষে বড় ভাইয়ের কাছে হার মেনে চলে যান বাকি ৬ ভাই বোন।

জানা গেছে কেশবপুরের গোবিন্দপুর গ্রামের সুফিয়া খাতুন (৭৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার হাসানপুর গ্রামে বসবাস করা বড় ছেলে মুক্তার আলীর বাড়িতে মারা যান। খবর পেয়ে গোবিন্দপুর গ্রামে বসবাস করা ছেলে মেয়ে আত্মীয় স্বজন লাশ নিতে বড় ছেলের বাড়িতে আসেন।

উল্লেখ্য মৃত্যু সুফিয়া খাতুনের স্বামীকে গোবিন্দপুর গ্রামে তাদের নিজ কবর স্থানে দাফন করা হয়েছিলো। ছেলে মেয়েদের ইচ্ছা মাকে বাবার কবরের পাশে দাফন করবে। কিন্তু বড় ছেলে ও হাসানপুরের কিছু স্থানীয় লোকের ভয় ভীতি দেখানোর কারণে মৃত্যু ব্যক্তির বাকি সব ছেলে মেয়ে আত্মীয় স্বজন মায়ের লাশ দাফন না করতে পেরে কাঁদতে কাঁদতে চলে যান।

চলে যাওয়ার আগে সরকারের জরুরী পরিসেবায় ফোন করেন তারা। কিন্তু মায়ের কবর খোড়া হয়ে যাওয়ার কারণে বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে চলে যেতে হয় তাদের।

এ বিষয়ে কেশবপুর থানার ডিউটি অফিসার বলেন, আমরা ৯৯৯ থেকে কল পেয়েছি সমস্যা সমাধানের জন্য ওখানে পুলিশ পাঠানো হয়ে।

চিংড়া বাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঘটনা স্থলের সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান হয়ে গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(এসএমএ/এএস/জুলাই ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test