E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২০, এলাকা পুরুষ শূন্য 

২০২৩ জুলাই ০৮ ১৬:৩৬:৫৬
বোয়ালমারীতে গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২০, এলাকা পুরুষ শূন্য 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশের আটকের ভয়ে তিন গ্রাম এখন পুরুষ শূন্য। শনিবার (৮ জুলাই) উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে। 

আহতরা হলেন- আনোয়ার (৫০), ওবায়দুর (৪৫), ইমরুল (৩৫), মঞ্জু মেম্বার (৫২), মিঠুন মোল্লা (৪৮), জেসমিন (৩৫) প্রমুখ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জু এবং যুবলীগের যুগ্ম আহবায়ক গাছ ব্যবসায়ী বাকের মোল্যার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদুল আজহার আগে মঞ্জু মেম্বারের মেয়ের বিয়ের দাওয়াত দেয়াকে কেন্দ্র করে মঞ্জু মেম্বার এবং একই গ্রুপের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী মেম্বারের (সাবেক) মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে মঞ্জু মেম্বার তার প্রতিপক্ষ বাকের মোল্যার সাথে মিশে যায়। শুক্রবার (৭ জুলাই) বিকেলে মঞ্জু ও বাকের একত্রে তাদের কিছু অনুসারীদের নিয়ে হরিহরনগরের ভেন্নাতলা বাজারে চা পান করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে সাহেব মেম্বার তার লোকজন নিয়ে মঞ্জু মেম্বারের অনুসারী সরোয়ারকে (৬০) কুপিয়ে আহত করে। এ সময় সাহেব মেম্বার নিজেও প্রতিপক্ষের আক্রমণে আহত হয়। এ ঘটনার জেরে শনিবার সকালে পার্শ্ববর্তী যুগিবরাট গ্রামের পান্নু কাজী এবং উথলি গ্রামের আজিজ মাতুব্বরের নেতৃত্বে একদল লোক সাহেব মেম্বারের অনুসারীদের সাথে যোগ দেয়।

এদিকে মঞ্জু ও বাকেরের নেতৃত্বে সংঘটিত হয় অপর পক্ষ। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫জন মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত মঞ্জু মেম্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা এখন পুরুষ শূন্য।

এ ব্যাপারে বক্তব্য জানতে বাকের মেম্বার এবং সাহেব আলী মেম্বারের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। পরে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। উভয় গ্রুপের যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

(কেএফ/এসপি/জুলাই ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test