E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরের নতুন জেলা প্রশাসক ইমরান আহমেদ

২০২৩ জুলাই ১১ ১৩:১১:৪৪
জামালপুরের নতুন জেলা প্রশাসক ইমরান আহমেদ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব মো. ইমরান আহমেদ। এর আগে এ জেলায় দ্বিতীয় নারী ডিসি হিসেবে যোগদান করেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়। জেলায় প্রথম নারী ডিসি ছিলেন মুর্শেদা জামান।

সোমবার (১০ জুলাই) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে জামালপুরসহ দেশের ৮টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের আদেশ জারি হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবেও বলে উল্লেখ করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসক হয়ে ২০২২ সালের ৩১ মে যোগদান করেন শ্রাবস্তী রায়। তিনি ছিলেন জেলার ইতিহাসে দ্বিতীয় নারী ডিসি। জেলা গঠিত হবার ৪৩ বছরের মধ্যে ২০২১ সালের ৭ মার্চ প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করেছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মুর্শেদা জামান।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর দেশের ২০তম জেলা হিসেবে মর্যাদা লাভ করে জামালপুর। জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন নূরুল ইসলাম।

(আরআর/এএস/জুলাই ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test