E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

২০২৩ জুলাই ১১ ১৮:২১:২৪
নবীনগরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে অভিযান চালিয়ে একাধিক গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ওই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

জানা গেছে, সরকার সম্প্রতি প্রতি সিলিন্ডার গ্যাসের বিক্রী মূল্য সর্বোচ্চ ৯৯৯ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু নবীনগর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে মুনাফালোভী গ্যাস ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের মাত্রাতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রী করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

ভূক্তভোগীরা জানান, ১২ কেজির সাধারণ গ্যাস ১১০০ এবং বসুন্ধরা গ্যাস ১৪/১৫শ টাকা দরে বিক্রী করা হচ্ছিলো। এ অবস্থায় বিষয়টির প্রতিকার চেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু স্থানীয় এসি ল্যান্ডের সুদৃষ্টি চেয়ে সম্প্রতি ফেসবুকে একটি আবেদনময়ী লেখা পোস্ট করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপরই আজ মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান নবীনগর বাজারের বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিক্রীর দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালায়। এসময় গ্যাস কিনতে আসা ভোক্তাদের সরাসরি অভিযোগের ভিত্তিতে বাজারের দুটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মনগড়া মূল্যে গ্যাস বিক্রীর দায়ে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। পরে নবীনগর বাজারের একটি অভিজাত রেস্তোরায় অভিযান চালিয়ে সেখানকার রান্নাঘরের পরিবেশ অপরিস্কার ও অপরিচ্ছন্ন থাকার দায়ে রেস্তোরার মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে'।

(জিডি/এসপি/জুলাই ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test