E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুর সদর হাসপাতাল 

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

২০২৩ জুলাই ১১ ১৮:৫৪:৫৩
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় মান্নান মোল্যা (৬৬) নামের এক রোগী মারা যাবার অভিযোগ করেছে নিহতের পরিবার।

মঙ্গলবার (১১ জুলাই) ভোররাতে মাদারীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটলে নিহতের পরিবার এই অভিযোগ তোলেন।

নিহত মান্নান মোল্যা মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১০ জুলাই) রাতে হঠাৎ করে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর এলাকার মান্নান মোল্যার প্রচন্ড পেট ব্যাথা শুরু হয়। তখন তার পরিবারের লোকজন দ্রুত তাকে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।
এসময় মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা ডা. শিহাব চৌধুরী অসুস্থ মান্নান মোল্যার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি নেন। রাত ৩ টার দিকে ওই রোগীর আবার প্রচন্ড ব্যাথা শুরু হয়। তখন হাসপাতালের কর্তব্যরত নার্স কেয়া আক্তার তার শরীরে ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরেই রোগীর অবস্থা খারাপ হয়। এক সময় নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েন। তার পর পরই মান্নান মোল্যা মারা যান।

নিহতের ছেলে মোহাম্মদ আলী মোল্যা বলেন, আমার বাবার অনেক পেট ব্যাথা ছিলো। হাসপাতালে ভর্তির সময় ডা. শিহাব তার চিকিৎসা দেন। পরে ভোররাতে বাবা পেটে আবার অনেক ব্যাথা হলে নার্সকে ডেকে আনি। নার্স ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পর বাবা আরো বেশি অসুস্থ হয়ে মারা যান। ডাক্তারের ভুল চিকিৎসায় আমার আব্বায় মারা গেছেন। আমি এ ঘটনার বিচার চাই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিহাব চৌধুরী বলেন, ঐ রোগীর ব্যথা কমানোর জন্য ইনজেকশন দেয়া হয়েছিলো। পরে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। এখানে কোন ভুল চিকিৎসা হয়নি। তারা না বুঝেই মিথ্যে অভিযোগ তুলেছেন।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মদ খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে ডাক্তারের গাফলতির সত্যতা পাওয়া গেলে ঐ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা এই ঘটনার খবর জেনেছি। ভুক্তভোগী পরিবার এখনও কিছু জানাইনি। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/জুলাই ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test